
বাসাইলসংবাদ: রবিবার, ০১, জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ৮১৫ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪হাজার৭শ ৬০ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির বহিস্কৃত প্রার্থী এনামুল করিম অটল। তিনি পেয়েছেন ৩হাজার ৯শ ৪৫ ভোট।
এদিকে কৃষকশ্রমিক জনতালীগের গামছা প্রতীক নিয়ে রাহাত হাসান টিপু পেয়েছে ৩হাজার ৭শ ৯৬ ভোট।
শনিবার (৩০ জুন) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্ধিতা করেন।
এ পৌরসভায় ১০টি কেন্দ্রে ১৬ হাজার ৪০০ ভোটারের মধ্যে ১২৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৮৯টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ/একে