
বাসাইলসংবাদ: রবিবার, ০১ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ৩টি সংরক্ষিত ও ৯টি সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ জুন) অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফল ওইদিন রাত ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং আসনে অটোরিকশা প্রতীক নিয়ে ববিতা আক্তার ১৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাবেয়া বেগম আনারস প্রতীকে ১৪২০ ভোট। অন্যান্যরা পেয়েছেন- জুলেখা বেগম জবা ফুল প্রতীকে ৫২৯ ভোট, পলি আক্তার চশমা প্রতীকে ৪১৩, মরিয়ম আহমেদ টেলিফোন প্রতীকে ৬৪৫ ভোট।
২নং আসনে শিউলী বেগম আনারস প্রতীকে ১২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামনি আক্তার জবা ফুল প্রতীকে ৮৫২ ভোট। অন্যান্যরা পেয়েছেন- শারমীন আক্তার চশমা প্রতীকে ৬০৫ ও শিউলী আক্তার টেলিফোন প্রতীকে ৪৫৮ ভোট।
৩নং আসনে নাছরীন সুলতানা জবা ফুল প্রতীক নিয়ে ১৪৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম টেলিফোন প্রতীকে ৮৯৯ ভোট। অন্যান্যরা পেয়েছেন- ফরিদা বেগম আনারস প্রতীকে ৪৩৩ ভোট, সেলিনা বেগম চশমা প্রতীকে ৭১০ ও হাফেজা বেগম অটোরিকশা প্রতীকে ৬৬৫ ভোট।
সাধারণ কাউন্সিলর পদে
১নং ওয়ার্ডে হাফিজুর রহমান ভূইয়া পানির বোতল প্রতীক নিয়ে ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল ইসলাম জয়েল উট পাখি প্রতীকে ৩২২ ভোট ও সহিদুর রহমান সিদ্দিকী ডালিম প্রতীকে ১৩৯ ভোট।
২নং ওয়ার্ডে সাহানুর রহমান জুয়েল উট পাখি প্রতীক নিয়ে ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উজ্জল ইসলাম ব্ল্যাক বোর্ড প্রতীকে ২৯১ ভোট। অন্যান্যরা পেয়েছেন- রাশিদুল হক অভি ডালিম প্রতীকে ২৫৪ ভোট, সাহিন হোসেন পানির বোতল প্রতীকে ২৪৬ ও মাশরুর খানশুর পাঞ্জাবী প্রতীকে ৬৫ ভোট।
৩নং ওয়ার্ডে বাবুল আহমেদ উট পাখি প্রতীক নিয়ে ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল খানশুর পাঞ্জাবী প্রতীকে ৭২৬ ভোট। অন্যান্যরা পেয়েছেন- বিকাশ পাল ডালিম প্রতীকে ৫৪৩ ভোট ও রফিকুল ইসলাম নবা পানির বোতল প্রতীকে ৪ ভোট।
৪নং ওয়ার্ডে রফিকুল ইসলাম ডালিম প্রতীক নিয়ে ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাকিল খান উট পাখি প্রতীকে ৪১৪ ভোট। অন্যান্যরা পেয়েছেন- খন্দকার ওয়াহিদুজ্জামান টেবিল ল্যাম্প প্রতীকে ৮৩, শহিদ মিয়া পানির বোতল প্রতীকে ১৮২ ও রেজুয়ান খান লিটু পাঞ্জাবী প্রতীকে ১৯০ ভোট।
৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম উট পাখি প্রতীক নিয়ে ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীকে ২৭৮ ভোট। অন্যান্যরা পেয়েছেন- শাহিন খান পানির বোতল প্রতীকে ১৫২ ভোট, শফিকুল ইসলাম বিপুল ডালিম প্রতীকে ৯৯ ও আনোয়ার হোসেন ১৮ ভোট।
৬নং ওয়ার্ডে শাহ আলম মিয়া উট পাখি প্রতীক নিয়ে ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল মিয়া ব্রিজ প্রতীকে ১৭০ ভোট। অন্যান্যরা পেয়েছেন- সহিদ সিকদার পাঞ্জাবী প্রতীকে ৮৮ ভোট ও আরিফ আল মামুন পানির বোতল প্রতীকে ৪২ ভোট।
৭নং ওয়ার্ডে জাকির হোসেন উট পাখি প্রতীক নিয়ে ১২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুর রহমান পানির বোতল প্রতীকে ৪০৮ ভোট।
৮নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন আলাল উট পাখি প্রতীক নিয়ে ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাদশা মিয়া পাঞ্জাবী প্রতীকে ৩৬৭, আফজাল হোসেন ডালিম প্রতীকে ৭৯ ভোট, ছানোয়ার রহমান খান পানির বোতল প্রতীকে ৬৯ ভোট ও মোহাম্মদ আলী টেবিল ল্যাম্প ৬৩ প্রতীকে ভোট।
৯নং ওয়ার্ডে এইচএম এরশাদ আলম পাঞ্জাবী প্রতীক নিয়ে ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছানোয়ার হোসেন খান উট পাখি প্রতীকে ৩৬৪ ভোট। অন্যান্যরা পেয়েছেন- তায়েব হোসেন পানির বোতল প্রতীকে ৩৪৫ ভোট ও ছোরহাব হোসেন ডালিম প্রতীকে একটি ভোটও পাননি।
উল্লেখ্য’ বাসাইল পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ৮১৫ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪হাজার৭শ ৬০ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির বহিস্কৃত প্রার্থী এনামুল করিম অটল। তিনি পেয়েছেন ৩হাজার ৯শ ৪৫ ভোট। কৃষকশ্রমিক জনতালীগের গামছা প্রতীক নিয়ে রাহাত হাসান টিপু পেয়েছে ৩হাজার ৭শ ৯৬ ভোট।
বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্ধিতা করেন।
এ পৌরসভায় ১০টি কেন্দ্রে ১৬ হাজার ৪০০ ভোটারের মধ্যে ১২৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৮৯টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ/একে