নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সৈয়দ টিটন ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালীন নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলায় বাসাইল উত্তরপাড়া একাদশকে ৮-১ গোলে পরাজিত করেছে সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসড়া একাদশ দল। খেলায় প্রথমার্ধে আইসড়া একাদশ ৪টি গোল করে। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোল করে আইসড়া একাদশ। তবে খেলার শেষ মূহূর্তে এসে বাসাইল উত্তরপাড়া একাদশ একটি গোল করে তাদের সম্মান রক্ষা করে। পুরো খেলায় টান টান উত্তেজনা বিরাজ করে। আইসড়া একাদশে দুইজন নাইজেরিয়া খেলোয়ার অংশ নেয়।


আইসড়া একাদশের খেলোয়ার
আইসড়া একাদশে টিম লিডারের দায়িত্ব পালন করেন সৈয়দ টিটন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ টিটন ও বাসাইল উত্তরপাড়া একাদশে শিমুল ইসলাম সোহান।

বাসাইল উত্তরপাড়া একাদশের খেলোয়ার
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান রিপন, পাইকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান মিন্টু, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম শাহাদত হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন