নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না জাল জব্ধ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলার কাউলজানী ও ফুলকী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেনের নেতৃত্বে তিনটি দলে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন নিরাইল ও বালিয়া বিলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন কাউলজানী ব্রিজ পাড় সংলগ্ন এলাকায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ দে বাদিয়াজান বিল ও নুন্দা বিলে চায়না জাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না জাল জব্ধ করা হয়। এরপর জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই ৪০টি চায়না জালের মূল্য দুই লাখ টাকার মতো হবে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।’
বাসাইলসংবাদ/ ২০ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন