নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক স্বেচ্ছাসেবকমূলক সংগঠন ‘২০০১ বন্ধু কল্যাণ সোসাইটি’র ২য় পর্ব ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার কাশিল হাফিজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য সহ এলাকার গণ্যমান্য মুরুব্বি, মাদ্রাসার সকল স্টাফ ও ছাত্র উপস্থিত ছিলেন।
সংগঠনটি উপজেলার কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত। মহামারী করোনাভাইরাসে দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময়েই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২০ সালের আগস্ট মাসে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তখন থেকেই এ সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত এ ধারা অব্যাহত রেখেছে।
২০০১ বন্ধু কল্যাণ সোসাইটি’র সভাপতি মো. রিফাত খান বলেন, ‘দেশ-বিদেশে আমার সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় আমাদের এই কর্মপরিকল্পনা। সমাজকে বদলে দেওয়ার জন্য প্রতিটি ব্যাচেই এরকম সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন খান বলেন, ‘ছোট থেকেই বড়’র উদ্ভব। প্রথমে অল্প পরিসরে শুরু করলেও পর্যায়ক্রমে তা প্রসারিত হচ্ছে।’
বাসাইলসংবাদ, ৩১ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন