
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সকালে বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক ৬টি মামলায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
বাসাইলসংবাদ, ২৭ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন