
বাসাইল সংবাদ : শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বাসাইলে রেশমী আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো প্রশাসন। রেশমী উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও ছাতিহাটী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, রেশমীকে তার নানা আব্দুল কাদেরের বাড়ি বাসাইল উত্তরপাড়ায় এনে গোপনে বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি হয়। এসময় খবর পেয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না টাঙ্গাইলে বিশেষকাজে ব্যস্ত থাকায় তিনি বাসাইল থানার ওসি নুরুল ইসলাম খানকে বিষয়টি অবহিত করেন। পরে ইউএনও’র প্রতিনিধি ও বাসাইল থানা পুলিশ গিয়ে বাল্যবিয়ে ঠেকায়। মেয়ের বাবা-মা তাকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অঙ্গিকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে দেশকে মুক্ত রাখার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন