
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক তার বক্তব্যে বাল্যবিয়ে ও মাদকমুক্ত উপজেলা গঠন, শিক্ষার সার্বিক মান উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলাকে ডিজিটাল হিসেবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাসাইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সভাপতি এম শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আবুল কাসেম মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, রফিকুল হক এর পূর্বে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বরত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৫ ডিসেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন