
বাসাইলসংবাদ: রোববার, ২৭ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শনিবার (২৬ মে) বাসাইল প্রেসক্লাব কনফারেন্স কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থীতা ঘোষণা করে বলেন, যদি আমার দল বিএনপি আমাকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেয় তাহলে আমি আশাবাদী বাসাইল-সখীপুর বাসী বিপুল ভোটে নির্বাচিত করবে।
তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। তারই ধারাবাহিকতা বজার রাখতে আমি বাসাইল-সখীপুরের প্রতিটি এলাকায় নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছি এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক মো. রুবেল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক এনায়েত করিম বিজয়, সাহিত্য সম্পাদক শাহনাজ খানম রেখা, সমাজ সেবক শফিকুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, শাহাদত হোসেন ভুইয়া প্রমুখ।
বাসাইলসংবাদ/একে