নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি করা হয়। সকাল ৭টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়ানুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, বাসাইল থানার ওসি হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, মুক্তিযোদ্ধা হারন-অর-রশিদ,আব্দুর রহিম সিদ্দিকী প্রমুখ।

বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ/ ২৭ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন