
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো এবং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করায় দুই ব্যক্তিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিত ও ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাস্তায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো এবং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করায় দুই ব্যক্তিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
বাসাইলসংবাদ, ০৩ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন