নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির মাষ্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাসাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক সভাপতি জহিরুল ইসলাম ডিপটি, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শফিউল আরিফিন খানশুর সুজনসহ অন্যরা। এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের সময়সীমা বেধে দেয়।
প্রসঙ্গত, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির মাষ্টারের ওপর আওয়ামী লীগেরই আরেকটি গ্রুপ হামলা চালায়। এ ঘটনার পর থেকে অপর গ্রুপের নেতাকর্মীরা ঘটনাটির প্রতিবাদ জানিয়ে আসছে।
বাসাইলসংবাদ/ ১৯ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন