নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিনামূল্যে ফিজিওথেরাপী চিকিৎসা প্রদান করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমন খান মনির প্রমুখ।
ফিজিওথেরাপী পরিচালনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের ক্লিনিক্যাল সাব্বির রহমান, থেরাপিস্ট মাসুদ রানা প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন