
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বাসাইল উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বুধবার ( ৩০ মে) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
উপজেলা বিএনপি সভাপতি এনামুল করিম অটলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপি’র সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবি প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
বাসাইলসংবাদ/একে