নিজস্ব প্রতিবেদক : ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের পানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঝাকঁ তরুন, মেধাবী ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইলের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি সাইদুল ইসলাম সাঈমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আমিন শরীফ সুপন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান পিন্টু, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আলিম, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গোপালগঞ্জ জেলা এডিসি জোবায়ের আহমেদ, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সদস্য মনির খান ইমন।
বাসাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনটির প্রায় দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২০ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন