
বাসাইল সংবাদ:সোমবার, ২৯ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে সিয়াম নামের এক সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) রাতে উপজেলার কাঞ্চনপুরের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন সন্ধায় শিশুটির মা তাকে পাশের বাড়ি থেকে দোয়াতে করে আগুন আনতে পাঠায়। সিয়াম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি এক পর্যায়ে স্থানীয় একটি পুকুরে তাকে ভাসতে দেখে। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগীতায় সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন