নিজস্ব প্রতিবেদক : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খানের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন