
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসাইলে ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান। অনুষ্ঠানে উপজেলা সহকারী নির্বাচন অফিসার সবুজ শেখ স্বাগত বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ, ০২ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






