
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে সাইফুল ইসলাম নামের এক চিকিৎসকের বাড়ির রাস্তার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) সকালে ১৫ থেকে ২০টি সুপারি, নিম ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার বিষয়টি নজরে আসে।

জানা গেছে, কয়েক মাস আগে বাড়ির বাস্তার সৌন্দর্য্য বর্ধণের জন্য দু-পাশে শতাধিক সুপারি, নিম ও ইউক্যালিপটাস গাছের চারা লাগানো হয়। সোমবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ১৫ থেকে ২০টি সুপারি, নিম ও ইউক্যালিপটাস গাছের চারা ভেঙে ও কেটে ফেলে। পরে মঙ্গলবার সকালে ডাক্তার বাড়ির গাছ কেটে ফেলার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা দেখতে আসে।
স্থানীয়রা জানান, মিয়াবাড়ি সড়কের পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের তালা ভেঙে সন্ধ্যা হলেই প্রতিনিয়ত মাদক সেবনকারীদের আড্ডা বসে। এই মাদক সেবনকারীরা বিভিন্ন সময় স্থানীয়দের বাড়িতে হানা দিয়ে ক্ষতি করে আসছে। তাদের দাপটে কেউ কথা বলার সাহস পায় না। স্থানীয়দের ধারণা- মাদক সেবনকারীরা ডা. সাইফুল ইসলামের বাড়ির রাস্তার গাছগুলো কেটে ও ভেঙে ফেলেছে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘ডা. সাইফুল ইসলাম একজন ভালো মানুষ। তিনি এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসা করেন। আমার জানামতে তার কোনো শত্রু নেই। কোনো মাদকসেবীরাও কাজটি করতে পারে। তবে যেই করুক কাজটি ঠিক করেনি।’
বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। দৃর্বৃত্তরা কাজটি করেছে।’
ডা. সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় ২০টি গাছ কর্তন করেছে দৃর্বৃত্তরা। আমার কোনো শত্রু নেই। সন্ধ্যা হলেই স্কুল ও সড়কের আশপাশে মাদক সেবীদের আড্ডা বসে। মাদকসেবীরা কাজটি করতে পারে। বিষয়টি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
বাসাইলসংবাদ, ১০ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন