
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ক্যালিব্রেটর জেড-এর উদ্যোগে ‘রোবোটিক্সের জগৎ অনুসন্ধান’ ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী প্রযুক্তিমুখী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই কর্মশালায় উপজেলার ১০টি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী সরাসরি অংশ্রগ্রহণ করে। কর্মশালাটি দুইটি পৃথক সেশনে পরিচালিত হয়। যেখানে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের জন্য এটি ছিল প্রযুক্তির সঙ্গে তাদের প্রথম সরাসরি সংযোগ স্থাপনের এক অসাধারণ সুযোগ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন প্রমুখ।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন নিয়ে বাসাইল উপজেলার শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমধর্মী কর্মশালা ‘রোবোটিক্সের জগৎ’ ভবিষ্যৎ উদ্ভাবকদের জন্য হাতে-কলমে এই রোবোটিক্স কর্মশালা। বাংলাদেশে রোবোটিক্স শিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে দেশের স্বনামধন্য রোবোটিক্স টিম ক্যালিব্রেটর-জেড।
কর্মশালায় পুরোটা সময়জুড়ে শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি আগ্রহ জাগিয়ে তোলার পাশাপাশি হাতে-কলমে শিক্ষাদান ছিল মুখ্য লক্ষ্য। ১০জন অভিজ্ঞ প্রশিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়।
এই কর্মশালায় বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বে রোবোটিক্সের ব্যবহার ও সম্ভাবনা, রোবোটিক্সের মৌলিক কম্পোনেন্ট ও সেগুলোর কাজ, কিভাবে একজন শিক্ষার্থী বেসিক রোবোটিক্স শেখা শুরু করতে পারে, বাস্তব উদাহরণ ও প্রজেক্টের মাধ্যমে শেখার কৌশল, ক্যারিয়ার গাইডলাইন সেশন, ক্যালিব্রেটর-জেডের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ অন্যান্য বিষয় নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।
অতিথিরা রোবোটিক্স ও প্রযুক্তি শিক্ষার প্রসারে ক্যালিব্রেটর-জেড-এর এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এমন প্রশিক্ষণের আয়োজন করায় কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থী ও অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসাইলসংবাদ, ০১ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন