
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস- এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

উপজেলা স্কাউটস-এর কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, জেলা স্কাউটস- এর কোষাধ্যক্ষ ওয়াজেদ আলী খানসূর, সহ-সভাপতি মীর মনিরুজ্জামান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক শহীদুর রহমান রিপন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা স্কাউটস-এর যুগ্ম সম্পাদক মনির খান ইমন প্রমুখ।
অনুষ্ঠানে আইন নৃত্য, টার্গেট হিট, বালতিতে বল নিক্ষেপ, মাছ শিকার, তীর নিক্ষেপ ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ ১০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ, ২৩ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন