
বাসাইল সংবাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল খান শাহাজাদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে শাহাজাদা তার গ্রামের বাড়ি কাঞ্চনপুরে হৃদরোগে আক্রান্ত হয়। এমতাবস্থায় প্রথমে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সোয়া ১২টার দিকে শেষ নিশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, শাহাজাদা ছোটকাল থেকেই আওয়ামী লীগের একজন ভক্ত ছিলেন। তিনি ছিলেন একজন ত্যাগী নেতা। সুনামের সাথেই তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। কাঞ্চনপুর ইউনিয়নে শাহাজাদা অনেক জনপ্রিয় ছিলো।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস।
শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন



