নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন