নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে ঝিনাই নদী থেকে ভেক্যু ও ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রবিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ফুলকী ইউনিয়নের একঢালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার একঢালা এলাকায় দীর্ঘদিন ধরে ঝিনাই নদী থেকে ভেক্যু ও ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি মহল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে তাদের দুইজনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মনির সিকদারকে ২০ হাজার ও শিপনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাসাইলসংবাদ/ ০৯ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন