নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়ায় অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আওয়াল উজ্জলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, অনার্স ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি জুয়েল রানা, সংগঠনের সাধারণ সম্পাদক মান্নান মিয়া, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক তালুকদার, প্রবাসী কল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ রিপন মোল্লাসহ অন্যরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের আইন ও বিচার বিষয়ক সম্পাদক লুৎফর রহমান চঞ্চল।
বাসাইলসংবাদ, ০৭ এপ্রিল, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন