নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে কাঞ্চনপুর মাদরাসা বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সভাপতি মোমতাজুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সাবেক নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মছিহুজ্জামান খান, দলের টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, দলের ঢাকা মহানগরী উত্তর শেরে বাংলা নগর থানা শাখার আমীর আবদুল আউয়াল আজম, বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার সেক্রেটারী আমিনুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য সহিদুর রহমান সিদ্দিকীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী আব্দুল মাজেদ খান।
বাসাইলসংবাদ, ০৭ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন