নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. নাজির আহমদ চৌধুরী রঞ্জু।
অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাবিব ভূইয়া, সুজিত কুমার দত্ত, নজরুল ইসলাম ও হেলাল উদ্দিন। দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশরাফ চৌধুরী। গত ১০ জুন সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এসময় বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৩ জুন, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন