নিজস্ব প্রতিবেদক : বর্নাঢ্য আয়োজনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া বাজার বনিক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আইসড়া বাজার বটতলা চত্ত্বরে অয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের এমপি আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী। প্রধান আলোচনক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন খান, ফুলকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল মিয়া, শামছুল আলম বিজু, বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আরেফিন খানশুর সুজন,কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান সোহেল, সদস্য সুরুজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের পৃষ্টপোষকতায় ছিলেন টাঙ্গাইল শেখ রাসেল শিশু কিশোর সংসদের সভাপতি জাফর আলী খান আইসড়া বাজার বনিক সমিতির নব নির্বাচিত সভাপতি তোফাজ্জল সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইসড়া বাজার বণিক সমিতির বিনা প্রতিদ্বদ্বিতায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াসীম সরকার।
উল্লেখ্য. চলতি বছরের ৩০ আগস্ট জাকজমক ও উৎসব মুখর পরিবেশে আইসড়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তোফাজ্জল সরকার, সাধারন সম্পাদক পদে ওয়াসীম সরকার। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যদের মধ্য নির্বাচিত হন সহ-সভাপতি সেলিম তালুকদার, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সবুজ, লিখন সরকার,কোষাধ্যক্ষ মামুন সরকার রুনো, সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার, প্রচার সম্পাদক হিসেবে খন্দকার ইমরান, ও সম্মানিত সদস্য পদে আব্দুর রহিম, ও ফরিদুর রহমান। অনুষ্ঠান শেষে বর্ণীল আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাসাইলসংবাদ/ ০১ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন