
বাসাইলসংবাদ: শুক্রবার, ০২ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর চতুর্থ ম্যাচ শুক্রবার (০২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে ফুলকী ইউনিয়ন পরিষদ একাদশ দলকে ৩-২ গোলে হারিয়েছে বাসাইল সদর ইউনিয়ন পরিষদ একাদশ দল।
বাসাইল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মাঠে এ ম্যাচে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। ম্যাচের উদ্বোধন করেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া।
উল্লেখ্য, ০৪ মার্চ ( রোববার) বিকেল ৩টায় বাসাইল পৌরসভা একাদশ দল বনাম কাউলজানী ইউনিয়ন পরিষদ একাদশ দলের খেলা হবে।
বাসাইলসংবাদ/একে