নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে গলায় পাথরের বস্তা বাঁধা অবস্থায় নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধলেশ্বরী নদীর নাগরপুর অংশের সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহারুল খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে ধলেশ্বরী নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে। এসময় তার গলায় রশি দিয়ে পাথর ভর্তি বস্তা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি গুম করতেই গলায় পাথর ভর্তি বস্তা বাঁধা হয়ে থাকতে পারে। এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বাসাইলসংবাদ/ ০৯ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন