নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধাফ ( DHAF) ডায়াবেটিস সমিতির উদ্যোগে সাধারণ জনগনকে সচেতনতার লক্ষ্যে রোড শো ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখুন , সুস্থ দেহে দীর্ঘ জীবন বাঁচুন ‘প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৪ নভেম্বর দিনব্যাপী বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া এলাকায় ধাফ ডায়াবেটিস সমিতির উদ্দ্যোগে রোড শো ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এছাড়াও এদিন দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ধাফ ডায়াবেটিস সমিতির উদ্যোগে রোড শো ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ধাফ (DHAF) ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান মনি, ম্যানেজার জাহিদুল ইসলাম জুয়েল, মুসলিম বয়েজ ক্লাবের সভাপতি মোমিনুর রহমান, প্যাথলজিস্ট মোছা. লিলি আক্তার, মেডিকেল এ্যাসিসটেন্ট নাজমুল ইসলাম, নার্স সাজেদা আক্তার, ধাফ (DHAF) ফাউন্ডেশনের সদস্য রঞ্জু মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, জেলার বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার ডায়াবেটিস রোগীদের ফ্রি তে ঔষুধ বিতরণ, উন্নত ও মানসম্মত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে DHAF-Diabetes and hypertension awareness foundation অগ্রনী ভূমিকা পালন করে আসছে এবং এই রোগ প্রতিরোধে কার্য্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষে গণসচেতনতা সৃষ্টি করছে।
বাসাইলসংবাদ, ১৬ নভেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন