
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টিভির’ দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সকলের পরিচিত মুখ সাংবাদিক আব্দুল লতিফ ।

বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) এশিয়ান টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ সিআইপি হাত থেকে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিনিধির অ্যাওয়ার্ড গ্রহণ করেন আব্দুল লতিফ । এসময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খাঁন রাতুল, এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেশন) জাহিদ ইবনে রশীদ ও প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ বলেন, আমি দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হয়েছি। আমি খুবই আনন্দিত । এই অর্জন আমার একার নয় এশিয়ান টিভি পরিবারের সকল সদস্যসহ টাঙ্গাইল জেলার সকল গণমাধ্যম কর্মী ও ঘাটাইলবাসীর।
তিনি আরও বলেন, আমার দায়িত্ব অনুযায়ী উত্তর টাঙ্গাইলের সকল প্রকার সংবাদ গুলোকে গুরুত্বের সাথে এশিয়ান টেলিভিশনে প্রচারের মাধ্যমে তুলে ধরা। আমি সব সময় চেষ্টা করবো অনুসন্ধানী, জনদুর্ভোগসহ সরকারের উন্নয়ন, বিভিন্ন সমস্যা থেকে শুরু করে সব ধরনের সংবাদ তুলে ধরার। আমি উত্তর টাঙ্গাইলের সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই । সততা ও কর্মের মাধ্যমে সফলতা আসবেই। সেটার জন্য ধর্য্য ও অপেক্ষা করতে হবে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও হুমকির মুখে পড়তে হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছি ও এখনও তা অব্যাহত রাখছি।
এশিয়ান টিভির ‘শ্রেষ্ঠ প্রতিনিধি ২০২৪’ হতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ছাড়া ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী প্রতি যারা সবসময় আমাকে পাশে থেকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকেন। অতীতের ন্যায় আগামীতেও সৎ এবং নিষ্ঠার সাথে এশিয়ান টিভিতে কাজ করে যাবেন বলে জানান তিনি।
বাসাইলসংবাদ, ১২ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন