নিজস্ব প্রতিবেদক : ১৬ ফেব্রুয়ারি বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সূর্বণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইল-২ গোপালপুর-ভুঞাপুর উপজেলার সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম এবং ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম।
সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। খেলায় ময়না ক্রিকেট দল ৫ উইকেটে টিয়া ক্রিকেট দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমে টস জয়ী টিয়া দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান করে। দলের পক্ষে সুমন কুমার রায় সর্বোচ্চ ৮৮ রান করে। এছাড়া তোফায়েল আহমেদ রনি ৩১ ও আরিফুর রহমান টগর ১৮ রান করে। বোলিংয়ে বিজয়ী ময়না দলের সাইফুর রহমান ফারুক ৪৩ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া শামীম আল মামুন ২টি উইকেট দখল করে। জবাবে ময়না দল ১৬.৩ ওভারে ৩উইকেট হারিয়ে ১৮৯ রান করে জয়লাভ করে। দলের পক্ষে আবু সাঈদ সর্বোচ্চ ৭৩ রান করে। এছাড়া অরন্য ইমতিয়াজ অপরাজিত ৪০ ও শামীম আল মামুন ১৮ রান করে। বোলিংয়ে বিজিত টিয়া দলের বড়মনি, সুমন কুমার রায় ও আরিফুর রহমান টগর ১টি করে উইকেট দখল করে।

উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সদস্য ও সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ৩টি দল ময়না, টিয়া ও দোয়েল নামে অংশগ্রহন করছে।
বাসাইলসংবাদ/ ১৬ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন