নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলাবার (১৩ অক্টোবর) সকালে শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (জাসদ)-এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (জাসদ)-এর সভাপতি মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ‘দেশে সন্ত্রাস ও ব্যভিচারবিরোধী গণজাগরণ সৃষ্টি হয়েছে। এটা দমনের চিন্তা কেউ যেন না করে। ধর্ষকদের উপযুক্ত বিচার না হলে জনগণ মানবে না।’
বাসাইলসংবাদ/ ১৩ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন