নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং ইউরোপিয়ন ইউনিয়ন কর্তৃক আর্থায়িত ‘এনহানসিং হেলথ এন্ড নিউট্রিশন সার্ভিসেস ফর দি আরবান পুওর পিপল অব সিলেক্টেয মিউনিসিপাটিস অব বাংলাদেশ’ (ইএইচএনএসএম’ প্রজেক্টে) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার করফারেন্স হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) শরীফ নজরুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফ এম সাহাবুদ্দীন খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমুখ।

এসময় তারা জানান, পৌরসভায় এপর্যন্ত নারী-পুরুষ শিশুসহ ১১ হাজারের বেশি রোগীকে ৩টি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৫ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন