
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাতে শহরের কলেজপাড়ার বাসায় তার মৃত্যু হয়। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী জেলা আওয়ামী লীগ নেতা মরহুম ফারুক আহমেদের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অনেক গুণগাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০ টায় দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্বজনরা তাৎক্ষনিক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বাদ যোহর কেন্দ্রীয় কবরস্থান মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত হয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।।
বাসাইলসংবাদ, ৩০ ডিসেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন