নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ১৬ নং বিটের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড-এ ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় টাঙ্গাইল শহরস্ত অলোয়া আমতলায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোশারফ হোসেন।
এসময় টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজ্জাক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ১৬ নং বিটের এসআই শাহাদৎ, এএসআই আশরাফসহ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাগমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজের পরিবার থেকে। নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে, নিয়মিত নিজ সন্তানের খোঁজ-খবর নিতে হবে, সমাজের চিহ্নিত অপরাধীদের সনাক্ত করতে হবে ও সমাজের সকলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দরিদ্র মানুষদের সেবা দেয়া ও ছোট সমস্যাগুলো সমাধান করাই বিট পুলিশিংয়ের প্রধান উদ্দেশ্য।
বাসাইলসংবাদ/ ১৭ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন