নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ Ñ এই প্রতিপাদ্যকে সামনে টাঙ্গাইলের ঘাটাইলের ১নং দেউলাবাড়ী ইউনিয়নের শালিহাজানী আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় গুডনেইবারস ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে সিডিপির ম্যানেজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন, মেডিক্যাল অফিসার শুভ বসাক, কোর-অপারেটিভ বিপ্লব কুমার, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ, আইডি অফিসার মাহমুদুল হাসান । আলোচনা সভা সঞ্চালনা করেন গুডনেবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন। এসময় বক্তার করোনাকালীন সময়ে শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা এবং তার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে অভিমত ব্যক্ত করেন।
বাসাইলসংবাদ/ ২২ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন