নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বন্ধ ঘোষণা করা শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার নির্দেশনা এসেছে।
শুক্রবার (৯ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট, শপিংমল ও বিপনি বিতানগুলো খুলে দেওয়ার প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপণে বলা হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
প্রজ্ঞাপণে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিংমল, দোকানপাট ও বিপনি বিতানগুলো খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।
বাসাইলসংবাদ/ ০৮ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন