নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এক পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ সড়কের উপজেলার হাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
কাজী আইয়ুবুর রহমান বলেন, ‘প্রথমে একটি ভ্যাভার্টভ্যান ও পিকআপের সংঘর্ষ হয়। এরপর পেছন দিক থেকে আসা অপর একটি কাভার্টভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনলাইনের ওপর ছিকটে পড়ে। পরে ট্রেন দেখে কাভার্টভ্যানে থাকা লোকজন দ্রæত নেমে যায়। এসময় ট্রেনলাইনে কাভার্টভ্যান দেখে চালক ট্রেনটি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে কাভার্টভ্যানটিতে হালকা ধাক্কা লাগে। এঘটনায় প্রথমে সংঘর্ষকৃত পিকআপভ্যানের চালক নিহত হয়। আহত হয়েছেন আরও চারজন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত পিকআপ চালক গাইবান্ধা জেলার বাসিন্দা। তবে তার নাম পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে কাভার্টভ্যানটি সরানোর পর ট্রেনচলাচল স্বাভাবিক হয়।’
বাসাইলসংবাদ/ ০২ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন