
বাসাইলসংবাদ: সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
লাখো তরুণের প্রাণের দাবি, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের ঘোষণায় বিজয় মিছিল করেছে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের করটিয়া সরকারি সা’দত কলেজ শাখার ব্যানারে সোমবার (১৬ এপ্রিল) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে। সরকারি সা’দত কলেজের শহিদ মিনার চত্বর থেকে বিজয় মিছিলটি বের হয়ে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন সাইফুল্লাহ, রিয়াদ, আল আমিন, শাকিল আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/একে