ক্রীড়া ডেস্ক : প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ছাপ খেলায় থাকলেও প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল তারাই। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সাবিনাদের।
বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতে নেপালকে তেমন চেপে ধরতে পারেনি বাংলাদেশ। গত বছর কাঠমান্ডুতে এই দলকে ৩-১ গোলে হারিয়েই মেয়েদের সাফে প্রথমবারের মতো শিরোপা জেতে সাবিনা-মারিয়ারা।
দুই দল কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। নেপালের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে সাবিনাকে বল বাড়িয়ে দেন বদলি হিসেবে নামা রিপা। বল নিয়ন্ত্রণ নিয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান সাবিনা।
৭৩তম মিনিটে দারুণ সেভ করে বাংলাদেশকে জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন রুপনা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পেয়ে যায় নেপাল। ডিফেন্ডারদের ভুলে বাংলাদেশের জালে বল জড়ান এই ফরোয়ার্ড। আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
বাসাইলসংবাদ, ১৩ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন