
বাসাইল সংবাদ : সোমবার, ০২ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে পুরো দেলদুয়ার উপজেলাকে সবুজের চাদরে ঢাকার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসান। দেলদুয়ার এবার হবে সবুজের দুয়ার এই প্রত্যয়ে প্রত্যেকে কমপক্ষে একটি করে গাছ লাগিয়ে সবুজ দেলদুয়ার গড়ার লক্ষে স্লোগান শুরু হয়েছে “সবাই মিলে লাগাই বৃক্ষ, একদিনেই আড়াই লক্ষ”। অর্থাৎ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রায় আড়াই লক্ষ লোকের বাস। প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা লাগোনোর আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির। আগামী ৯ অক্টোবর বেলা ১১টায় পুরো উপজেলায় একযোগে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচির হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। দেলদুয়ার উপজেলাকে সবুজের চাদরে ঢাকতে ইতিমধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দখলে নিয়েছে উপজেলা প্রশাসনের এই উদ্যোগের স্ট্যাটাসটি। প্রত্যেক সচেতন জনসাধারণ নিজ নিজ জায়গা থেকে প্রচারণা শুরু করেছে।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবির বাসাইলসংবাদ’কে জানান, বর্তমানে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। অনিয়মিত ঋতু পরিবর্তন হচ্ছে, ঋতুর বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু স্বাভাবিক রাখতে বেশি গাছ থাকা প্রয়োজন। অন্যদিকে সম্প্রতি বেশি হারে বজ্রপাত হচ্ছে। বজ্রপাতরোধে তালবীজ বিশেষ ভূমিকা রাখে। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালবীজ রোপনসহ অন্যান্য গাছ মিলিয়ে উপজেলার প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে উপজেলায় আড়াই লক্ষ গাছ নিশ্চিতের উদ্যোগ নিয়েছি। রংপুরের তারাগঞ্জ ও ময়মনসিংহের ত্রিশালে বৃক্ষরোপনের কর্মসূচি আমাদের প্রেরণা যুগিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়রা যথেষ্ট প্রচারণা চালাচ্ছে। সবশ্রেনির জনসাধারণ যেহেতু বিষয়টি নিয়ে ইতিবাচক ভাবছেন সেহেতু আমরা অবশ্যই আড়াই লক্ষ গাছ একযোগে লাগাতে সক্ষম হব। এছাড়া স্কুল, কলেজ, হাট,বাজার এসব জায়গায় লিপলেট দেওয়া হচ্ছে। আজ সোমবার(২ অক্টোবর) উপজেলায় সব ধরণের প্রতিনিধি নিয়ে কর্মসূচি বাস্তবায়নের আলোচনা সভা করা হয়েছে। আজ থেকে প্রচারে মাইকিংও শুরু হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, বজ্রপাতরোধে তালবীজকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সড়কের পাশে ফলজ উদ্ভিদের সাথে শোভাবর্ধণকারী গাছ নীম, জারুল, সোনালু, কৃষ্ণচুড়া, শিমুল ও মহুয়া গাছের চারা সরকারিভাবে লাগানো হবে। এছাড়া নিজ নিজ বাড়িতে ব্যক্তি উদ্যোগে ইচ্ছেমতো জায়গায় পছন্দমতো উদ্ভিদের চারা রোপনের জন্য সকলকে উৎসাহ দেওয়া হচ্ছে।
এর আগেও দেলদুয়ারে বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে ব্যতিক্রমী সব পরিকল্পনা করেছেন এই নির্বাহী কর্মকর্তা। এমনকি রাজশাহীর পবা উপজেলায় এ্যাসিলেন্ট থাকা অবস্থায় ব্যতিক্রমী সব পদক্ষেপে পবা উপজেলার ওই খাতকে তিনি একটি মডেলে পরিনিত করেছিলেন। দেলদুয়ার উপজেলাকেও চান একইভাবে সাজাতে। ইতিমধ্যে তিনি ব্যতিক্রম সব উদ্যোগ নিয়ে জনবান্ধব প্রশাসন হিসেবে পরিচিতি পেয়েছে। সাধরাণ মানুষকে কাছে আনতে উন্মক্ত আড্ডা, ঝরে পড়া শিশুদেরকে খুঁজে শিক্ষার পরিবেশ দেওয়া, বাল্য বিবাহ বন্ধ করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শর করে ব্যক্তিগত উদ্যেগে বই বিতরণ করা, ভূমি অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খারিজ করতে কত লাগে উন্মক্ত আলোচনা জানিয়ে দিয়ে তিনি উপজেলার সবশ্রেণির মানুষের কাছে এসেছেন।
সম্প্রতি “দেলদুয়ার এবার হবে সবুজের দুয়ার” এই প্রত্যয় নিয়ে আগামী ৯ অক্টোবর সকাল ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছেন। “সবাই মিলে লাগাই বৃক্ষ, একদিনে আড়াই লক্ষ” প্রত্যেকে নূন্যতম একটি করে গাছ লাগানো নিশ্চিত করতে নানা ধরণের প্রচারণা শুরু করেছেন উপজেলা প্রশাসন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন