অনলাইন ডেস্ক : দেশে এসে আটকে পড়া শত শত প্রবাসী বাংলাদেশির সৌদি আরবের ভিসার মেয়াদ আজ বুধবার শেষ হচ্ছে। দ্রুত সৌদি পৌঁছাতে বাংলাদেশ ও সৌদি সরকারের পদক্ষেপ চেয়েছেন প্রবাসীরা। অন্যান্য দিনের মতো প্রবাসীরা আজও সকাল ৮টা থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাউদিয়া কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন৷
প্রবাসীরা দাবি করছেন, অবিলম্বে সৌদি যাওয়ার টিকিট এবং স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়াতে হবে। দ্রুত সৌদি পৌঁছাতে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশ ও সৌদি সরকারের পদক্ষেপ চান তারা।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়াবে না সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ শেষ সৌদি সরকারের নিয়ম মেনেই আবেদন তাদের করতে হবে।
বাসাইলসংবাদ/ ৩০ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন