নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতা মনির আহমেদ মনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) উপজেলার ঘেচুয়া এলাকায় এশিয়াটিক খামার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এশিয়াটিক গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ মনা ছাড়াও উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাছেদ সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা বিএনপির উপদেষ্টা শরিফ হোসেন পাপ্পু তালুকদার, পৌর যুবদলের সাবেক আহবায়ক নুরুল ইসলাম নুরু, যাদবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনির আহমেদ মনার পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা বলেন, মনির আহমেদ মনা একজন সাদা মনের মানুষ। তিনি ক্লিন ইমেজের নেতা। তাই তার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
বাসাইলসংবাদ, ১৪ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন