
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে তরুণীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে
এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ সংস্থার আয়োজনে গজারিয়া ইউনিয়নের প্রায় দুই শতাধিক তরুণী ও তাদের অভিভাককদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্’র সখীপুর শাখার ম্যানেজার লুটাস পুলক সরকারের সভাপতিত্বে কর্মশালায় বাল্যবিয়ের কুফল এবং তা প্রতিরোধ বিষয়ক বক্তব্য দেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা প্রমুখ ।
বাসাইলসংবাদ/একে