নিজস্ব প্রতিবেদক : সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর থানা ফটকের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে তাকে পাঁচ দিনের রিমান্ডে থানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা এলাকায় গুলিতে আহত হয়ে মারা যান কলেজছাত্র ইমন। ওই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টাঙ্গাইলের জেলহাজত থেকে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে আনে মির্জাপুর থানা পুলিশ। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তার ফাঁসির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মির্জাপুরের পুরোনো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভটি সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে থানার ফটকে কিছুক্ষণ অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় থানার অদূরে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্যসচিব হাবিব সিকদার, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী বক্তৃতা করেন। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের জেলহাজত থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। আগামী মঙ্গলবার তার জিজ্ঞাসাবাদের সময় শেষ হবে।
প্রসঙ্গত, গত সোমবার (১১ নভেম্বর) টাঙ্গাইলের বিভিন্ন থানায় পৃথক দুইটি হত্যা মামলাসহ তিনটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার দেখানো হয়। ওইদিন আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে তিনটি মামলায় পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
বাসাইলসংবাদ, ১৫ নভেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন