নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা ভাসানীর মাজারে যান।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির আহবায়ক মাসুদুর রহমান রাসেল, সিনিয়র যুগ্ম- আহবায়ক কবির ইসলাম, সদস্য সচিব শামীমুর রহমান শাগর, যুগ্ম-আহবায়ক মশিউর রহমান, যুগ্ম-আহবায়ক বাবুল ফকির, যুগ্ম-আহবায়ক রাব্বি আল হাসান রাফি প্রমুখ। এছাড়াও যুব ও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৮ জানুয়ারি বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার এই আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম-আহবায়ক মোমিনুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেন।
বাসাইলসংবাদ/ ১৪ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন