
বাসাইল সংবাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল থেকে প্রকাশিত বাসাইল সংবাদ ২৪ ডটকম এর আনন্দ সাময়িকীতে “ভাসকুলার ম্যালফরমেশন রোগে আক্রান্ত তমার চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা” শিরোনামে সংবাদ পড়ে উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রুতা তাৎক্ষণিক তমার চিকিৎসার জন্য ৩৪ হাজার ৪শ ৭৮ টাকা দান করেন।
এ দানে উৎসাহ দাতা বাসাইল উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে তমার চিকিৎসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহায্যের আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ৫ হাজার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ৫ হাজার, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ৫ হাজার, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক ৫ হাজারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনুষ্ঠান উপভোগকারী উপস্থিত দর্শক শ্রুতা এ টাকা দান করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা রোগক্রান্ত তমার মায়ের হাতে তোলে দেন। তমার মা মেয়ের চিকিৎসার জন্য টাকা হাতে পেয়ে আবেগ ও কান্নাবিজরিত কণ্ঠে সকলের মঙ্গল কামনা করে মেয়ের সুস্থতার জন্য দোয়া চান।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন