নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা জামাল হোসাইন। বরেণ্য অতিথি ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডা. নাজির আহমেদ রঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সহধর্র্মিণী তামান্না মহসিন মৌ, বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা।
বাসাইলসংবাদ, ০২ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন